ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনার চাটমোহরে আশঙ্কাজনকহারে বেড়েছে চুরির ঘটনা!

আমার প্রাণের বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২০২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
পাবনার চাটমোহরে চুরির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। বাসাবাড়ি,দোকানপাট,চাস্টলে চুরির পাশাপাশি বেড়েছে আটোভ্যান চুরি। গত ১০ দিনে এ উপজেলায় একাধিক চুরির ঘটনা ঘটলেও আটক হয়নি কেউ।
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হান্ডিয়াল পুর্ব বাজারে ৪টি দোকানে ৫ ব্যারেল সয়াবিন তেল চুরির ঘটনা ঘটেছে। এদির রাতের কোন এক সময় হান্ডিয়াল পুর্ব বাজারের ব্যবসায়ী শাহিন আলম,সুকুমার সাহা,মধুসুদন ও আবু তাহেরের দোকারের সামনে থেকে ৫ ব্যারেল সয়াবিন তেল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। দোকানিরা জানান,বাজারে ৪ জন নৈশপ্রহরী রয়েছে। তারপরও বৃষ্টিমুখল রাতে চোর সয়াবিন তেলের ব্যারেল নির্বিঘেœ নিয়ে গেছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নেলিম রেজা রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে গত ববুধবার (৮ আগস্ট) দিবাগত রাতে চাটমোহর পৌর এলাকার কাজীপাড়া মহল্লায় একটি সাইকেল মেকারের দোকানে চুরি হয়েছে। দোকানী মোজাম্মেল হোসেনের দাবি চোর তার প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
গত সোমবার (৭ আগস্ট) দিবাগত রাতে চাটমোহর থানার পশ্চিম পাশে একটি চাস্টলে চুরি সংঘটিত হয়েছে। চাস্টলের মালিক পৌরসভার চৌধুরীপাড়া মহল্লার জয়নাল হোসেনের ছেলে রিজু জানান,চোর চাস্টলের দরজা ভেঙে ভেতর থেকে একটি রঙিন টিভিসহ ৫০ হাজর টাকার মালামাল নিয়ে গেছে।
এছাড়া গত ৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া গ্রামের আল আমিনের আটোভ্যানটি চোর নিয়ে গেছে। এরআগে মধ্য শালিখার রেজাউল এবং চাদ আলীর দু’টি আটোভ্যান চুরি হয়েছে নিজ নিজ বাড়ি থেকে। ৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার সাড়রা গ্রামের তোরাব আলীর বাড়িতে সিঁদ কেটে চোর ঘরে ঢুকে তোরাব আলীর মেয়ের গলা থেকে সোনার চেইন নিয়ে গেছে। গত ৪ আগস্ট হরিপুর ইউনিয়নের আগশোয়াইল মাঠ থেকে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারন মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান,পুলিশ চুরির বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং চোর ধরতে চেষ্টা চলানো হচ্ছে।

ট্যাগস :

পাবনার চাটমোহরে আশঙ্কাজনকহারে বেড়েছে চুরির ঘটনা!

আপডেট সময় : ০৬:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

বিশেষ প্রতিনিধি:
পাবনার চাটমোহরে চুরির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। বাসাবাড়ি,দোকানপাট,চাস্টলে চুরির পাশাপাশি বেড়েছে আটোভ্যান চুরি। গত ১০ দিনে এ উপজেলায় একাধিক চুরির ঘটনা ঘটলেও আটক হয়নি কেউ।
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হান্ডিয়াল পুর্ব বাজারে ৪টি দোকানে ৫ ব্যারেল সয়াবিন তেল চুরির ঘটনা ঘটেছে। এদির রাতের কোন এক সময় হান্ডিয়াল পুর্ব বাজারের ব্যবসায়ী শাহিন আলম,সুকুমার সাহা,মধুসুদন ও আবু তাহেরের দোকারের সামনে থেকে ৫ ব্যারেল সয়াবিন তেল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। দোকানিরা জানান,বাজারে ৪ জন নৈশপ্রহরী রয়েছে। তারপরও বৃষ্টিমুখল রাতে চোর সয়াবিন তেলের ব্যারেল নির্বিঘেœ নিয়ে গেছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নেলিম রেজা রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে গত ববুধবার (৮ আগস্ট) দিবাগত রাতে চাটমোহর পৌর এলাকার কাজীপাড়া মহল্লায় একটি সাইকেল মেকারের দোকানে চুরি হয়েছে। দোকানী মোজাম্মেল হোসেনের দাবি চোর তার প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
গত সোমবার (৭ আগস্ট) দিবাগত রাতে চাটমোহর থানার পশ্চিম পাশে একটি চাস্টলে চুরি সংঘটিত হয়েছে। চাস্টলের মালিক পৌরসভার চৌধুরীপাড়া মহল্লার জয়নাল হোসেনের ছেলে রিজু জানান,চোর চাস্টলের দরজা ভেঙে ভেতর থেকে একটি রঙিন টিভিসহ ৫০ হাজর টাকার মালামাল নিয়ে গেছে।
এছাড়া গত ৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া গ্রামের আল আমিনের আটোভ্যানটি চোর নিয়ে গেছে। এরআগে মধ্য শালিখার রেজাউল এবং চাদ আলীর দু’টি আটোভ্যান চুরি হয়েছে নিজ নিজ বাড়ি থেকে। ৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার সাড়রা গ্রামের তোরাব আলীর বাড়িতে সিঁদ কেটে চোর ঘরে ঢুকে তোরাব আলীর মেয়ের গলা থেকে সোনার চেইন নিয়ে গেছে। গত ৪ আগস্ট হরিপুর ইউনিয়নের আগশোয়াইল মাঠ থেকে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারন মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান,পুলিশ চুরির বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং চোর ধরতে চেষ্টা চলানো হচ্ছে।