ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ইতিহাস লিখতে চান নেইমার

আমার প্রাণের বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২৬৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। মঙ্গলবার রাতে আল হিলাল ও নেইমার এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে নেইমার নিজেকে ‘আল হিলালি’ আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টার বলেছেন, নতুন ইতিহাস লিখতেই সৌদির ফুটবলে পাড়ি দেওয়া তার।

সৌদির ফুটবলে পাড়ি দেওয়া নিয়ে নেইমার বলছেন, ‘ইউরোপে আমি অনেক কিছু অর্জন করেছি, অনেক বিশেষ মুহূর্তের সাক্ষি হয়েছি। কিন্তু আমি বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছিলাম, নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। সৌদি প্রো লিগ দারুণ সব খেলোয়াড়দের নিয়ে সামনে এগোচ্ছে, এখানে আমি নতুন ইতিহাস লিখতে চাই।’

বেশ কিছু ব্রাজিলিয়ন যে সৌদি লিগে আছেন, এটা জানা নেইমারের। সেটি উল্লেখ করেই বললেন, ‘সৌদি প্রো লীগে এখন দারুণ শক্তিশালী এবং মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমি অনেক শুনেছি এবং শিখেছি যে আমি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একটি দীর্ঘ তালিকা অনুসরণ করছি যারা অনেক বছর ধরে সৌদি আরবে খেলেছেন। আল-হিলাল একটি জায়ান্ট দল, তাদের অনেক ভক্ত সমর্থক আছে। এশিয়ার মধ্যেও তারা সেরা। সঠিক ক্লাবের সঙ্গে সঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই আমি নিতে পেরেছি।’

এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ দুই মৌসুমের জন্য। বিবিসি বলছে, চুক্তির অঙ্কটা ৯ কোটি ইউরো। সঙ্গে বোনাস তো থাকছেই। এর আগে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ফুট মার্কেতো জানিয়েছে, আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার। সেই সঙ্গে প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার।

এছাড়া নেইমারের শর্ত আছে আরও। বিয়ে করা ছাড়াই প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার। দেশটিতে বিবাহ বহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের বেলা সে নিয়ম থাকবে না। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ে করা ছাড়াই একসঙ্গে থাকার অনুমতি দিয়েছিল দেশটি।

এর বাইরে কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন নেইমার। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো!

ট্যাগস :

নতুন ইতিহাস লিখতে চান নেইমার

আপডেট সময় : ০৩:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। মঙ্গলবার রাতে আল হিলাল ও নেইমার এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে নেইমার নিজেকে ‘আল হিলালি’ আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টার বলেছেন, নতুন ইতিহাস লিখতেই সৌদির ফুটবলে পাড়ি দেওয়া তার।

সৌদির ফুটবলে পাড়ি দেওয়া নিয়ে নেইমার বলছেন, ‘ইউরোপে আমি অনেক কিছু অর্জন করেছি, অনেক বিশেষ মুহূর্তের সাক্ষি হয়েছি। কিন্তু আমি বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছিলাম, নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। সৌদি প্রো লিগ দারুণ সব খেলোয়াড়দের নিয়ে সামনে এগোচ্ছে, এখানে আমি নতুন ইতিহাস লিখতে চাই।’

বেশ কিছু ব্রাজিলিয়ন যে সৌদি লিগে আছেন, এটা জানা নেইমারের। সেটি উল্লেখ করেই বললেন, ‘সৌদি প্রো লীগে এখন দারুণ শক্তিশালী এবং মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমি অনেক শুনেছি এবং শিখেছি যে আমি ব্রাজিলিয়ান খেলোয়াড়দের একটি দীর্ঘ তালিকা অনুসরণ করছি যারা অনেক বছর ধরে সৌদি আরবে খেলেছেন। আল-হিলাল একটি জায়ান্ট দল, তাদের অনেক ভক্ত সমর্থক আছে। এশিয়ার মধ্যেও তারা সেরা। সঠিক ক্লাবের সঙ্গে সঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই আমি নিতে পেরেছি।’

এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ দুই মৌসুমের জন্য। বিবিসি বলছে, চুক্তির অঙ্কটা ৯ কোটি ইউরো। সঙ্গে বোনাস তো থাকছেই। এর আগে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ফুট মার্কেতো জানিয়েছে, আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার। সেই সঙ্গে প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার।

এছাড়া নেইমারের শর্ত আছে আরও। বিয়ে করা ছাড়াই প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার। দেশটিতে বিবাহ বহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের বেলা সে নিয়ম থাকবে না। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ে করা ছাড়াই একসঙ্গে থাকার অনুমতি দিয়েছিল দেশটি।

এর বাইরে কিছু আর্থিক সুবিধাও পাচ্ছেন নেইমার। আল হিলাল কোনো ম্যাচ জিতলেই বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো পাবেন নেইমার। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটি পোস্ট বা স্টোরির জন্য নেইমারের অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো!