ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইলে গান চালিয়ে গলায় ফাঁস নিলেন বৃদ্ধ

আমার প্রাণের বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ২৩৮ বার পঠিত

খাগড়াছড়িতে উচ্চ শব্দে মোবাইলে গান চালিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল মমিন (৬৫) নামের এক বৃদ্ধ।

রোববার (১৩ আগস্ট) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের করিম মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, তার আত্মহত্যার বিষয়টি যাতে কেউ টের না পান সেজন্য আত্মহত্যার সময় ফোনে গান ছেড়ে দিয়েছিলেন তিনি।

আব্দুল মমিন বর্ণাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের করিম মাস্টারপাড়ার মৃত আলী মিয়ার ছেলে।
নিহতের বড় ছেলে নজরুল ইসলামের ভাষ্যমতে, শনিবার (১২ আগস্ট) রাতে সংসারের কাজ নিয়ে স্ত্রী নূরজাহান ও মেয়ে মৌসুমীর সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যান আব্দুল মমিন। পরে তার বাসায় রাতযাপন করেন। সকালের দিকে কয়েকবার ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে উচ্চ শব্দে মোবাইলে গান বাজতে শুনে ফিরে আসেন।

পরে দীর্ঘ সময়ও ঘর থেকে বের না হওয়ায় দুপুরের পর প্রতিবেশী নুরুল আলম গিয়ে আবারও ডাকাডাকি করেন। এতেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

মোবাইলে গান চালিয়ে গলায় ফাঁস নিলেন বৃদ্ধ

আপডেট সময় : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

খাগড়াছড়িতে উচ্চ শব্দে মোবাইলে গান চালিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল মমিন (৬৫) নামের এক বৃদ্ধ।

রোববার (১৩ আগস্ট) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের করিম মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, তার আত্মহত্যার বিষয়টি যাতে কেউ টের না পান সেজন্য আত্মহত্যার সময় ফোনে গান ছেড়ে দিয়েছিলেন তিনি।

আব্দুল মমিন বর্ণাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের করিম মাস্টারপাড়ার মৃত আলী মিয়ার ছেলে।
নিহতের বড় ছেলে নজরুল ইসলামের ভাষ্যমতে, শনিবার (১২ আগস্ট) রাতে সংসারের কাজ নিয়ে স্ত্রী নূরজাহান ও মেয়ে মৌসুমীর সঙ্গে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যান আব্দুল মমিন। পরে তার বাসায় রাতযাপন করেন। সকালের দিকে কয়েকবার ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে উচ্চ শব্দে মোবাইলে গান বাজতে শুনে ফিরে আসেন।

পরে দীর্ঘ সময়ও ঘর থেকে বের না হওয়ায় দুপুরের পর প্রতিবেশী নুরুল আলম গিয়ে আবারও ডাকাডাকি করেন। এতেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।